Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievement

ক্রমিক নং প্রকল্পের নাম লাভের হার বিনিয়োগ সীমা ১ পরিবার সঞ্চয়পত্র · ১৩.৪৫% · ১,০০,০০০/-টাকায় প্রতি মাসে নীট ১,০০০/-টাকা পাওয়া যায়। · একক নামে সর্বোচ্চ ক্রয়-সীমা ৪৫,০০,০০০/-টাকা। ২ পেনশনার সঞ্চয়পত্র · ১৩.১৯% · ১,০০,০০০/-টাকায় প্রতি মাসে নীট ৩,১৪৫/-টাকা পাওয়া যায়। · একক নামে সর্বোচ্চ ক্রয়-সীমা ৫০,০০,০০০/-টাকা। ৩ তিন-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র · ১২.৫৯% · ১,০০,০০০/- টাকায় প্রতি তিন মাস অন্তর নীট ৩,০০০/-টাকা পাওয়া যায়। · একক নামে সর্বোচ্চ ক্রয়-সীমা ৩০,০০,০০০/-টাকা এবং যৌথ নামে ৬০,০০,০০০/-টাকা। ৪ ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র · ১৩.১৯% · একক নামে সর্বোচ্চ ক্রয়-সীমা ৩০,০০,০০০/-টাকা এবং যৌথ নামে ৬০,০০,০০০/-টাকা। · স্বয়ংক্রিয় পূন:বিনিয়োগ সুবিধা বিদ্যমান। প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্রয়ের উর্ধ্বসীমা নেই।

১।  ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয় পত্র (৫ বছর মেয়াদী), মুনাফা ৮% থেকে ১১.৫৫%।

২।  ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয় পত্র (৩ বছর মেয়াদী), মুনাফা ৮.৪০% থেকে ১০.৭৮%।

৩।  পেনশনার সঞ্চয় পত্র (৫ বছর মেয়াদী), মুনাফা ৮% থেকে ১১.৮১%।

৪।  পরিবার সঞ্চয় পত্র (৫ বছর মেয়াদী), মুনাফা ৮% থেকে ১২.০৭%।